প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

সবুজ ঘাস,সবুজ মাঠ,গাছপালা,বিরাট আকাশ ,নদী দিয়ে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত, পাহাড়ঘেরা,তিলোত্তমা বন্দরনগরীর উপকণ্ঠে ১৩১.৭৭ বর্গ কিমি জুড়ে বোয়ালখালী পৌরসভা। অনেক প্রতিভাশালী ব্যক্তির সূতিকাগার এ অঞ্চলের ইকবালপার্ক বালিকা উচ্চ বিদ্যালয় আধুনিক শিক্ষার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব মাত্র ১৫কি.মি।

হাজিরহাট এলাকার  বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সৈয়দ এ,এফ,এম,ফারুক সহ  কয়েকজন আত্মোৎসর্গিত ব্যক্তির ঐকান্তিক আগ্রহ, সদিচ্ছা ও অক্লান্ত পরিশ্রমের অনবদ্য ফসল তিল তিল করে গড়ে উঠা আজকের এ প্রতিষ্ঠান। তাঁদের এ অবদান চিরস্মরনীয়।সাথে রয়েছে শ্রদ্ধেয় শিক্ষকদের নিরলস শ্রম।

শিক্ষার বিকাশ ও কুসংষ্কারের অন্ধকার দূর করার প্রত্যয়ে ১৯৬০ সালে  এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয়।তারপর অনেক চড়াই উৎরাই অতিক্রম করে ১৯৬০ সালে শিক্ষাবোর্ড কর্তৃক পূর্ণাঙ্গ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে।

রাষ্ট্রীয় শিক্ষানীতির অভীষ্ট বাস্তবায়নে প্রতিষ্ঠালগ্ন হতে এখানে সমসাময়িক কলাকৌশল অনুসরণ করা হয়। এজন্য ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু আছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠান হতে শিক্ষা অর্জন করে অনেক গুণী ব্যক্তি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছেন।

শ্রেষ্ঠ শিক্ষা সেটাই,যা কেবল তথ্য পরিবেশন করে না,যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে এগিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছে এই সুনামধন্য প্রতিষ্ঠানটি।